Kalbaishakhi Damage in South 24 Parganas : ঝড়বৃষ্টিতে মাথায় হাত চাষিদের
🎬 Watch Now: Feature Video
শনিবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও সঙ্গে চলতে থাকে ঝোড়ো হাওয়া ৷ কালবৈশাখীর জেরে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা । উপকূল তীরবর্তী এলাকার শতাধিক মাটির ঘরের থাকা গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশিকা ব্লক প্রশাসনের আধিকারিকদের । সাগর, বকখালি, নামখানা, ডায়মন্ড হারবার, গোসাবা, ক্যানিং বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন (Kalbaishakhi Damage in Costal Areas of South 24 Parganas) ।