Dilip on KK Death : "মুখ্যমন্ত্রী মৃতদেহ চুরি করে তৃণমূলের পতাকা লাগিয়ে দেন", কটাক্ষ দিলীপের
🎬 Watch Now: Feature Video
"কেকে-কে চক্রান্ত করে মেলে ফেলা হয়েছে", সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দাবি দিলীপ ঘোষের ৷ এ প্রসঙ্গে তিনি অমিত শাহর মন্তব্য মনে করিয়ে দিয়ে বলেন, "বাঙ্গাল মে যাওগে তো মারে যাওগে ৷ বাংলায় একটা লোক এসে বেঘোরে মারা গেল ৷ এটা কলেজের প্রোগ্রাম নয় । তৃণমূল পার্টির প্রোগ্রাম । ওখানে তৃণমূল নেতারা ছিলেন ৷" কেকে-র মৃত্যুতে ওম পুরী ফাউন্ডেশন সিবিআই তদন্ত দাবি করেছে ৷ এ ব্যাপারে একমত বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ মুখ্যমন্ত্রী গান স্যালুট দেওয়া প্রসঙ্গে তাঁর মত, "মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ চুরি করে তৃণমূলের পতাকা পরিয়ে নিজের দলের লোক হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন" (BJP Leader Dilip Ghosh demands probe over KK Death in Nazrul Mancha Kolkata) ৷