Dilip Ghosh on Hanskhali Gang Rape : "পেটে চর্বি হয়ে গিয়েছে, তাই মোমবাতি মিছিলে হাঁটতে অসুবিধে হচ্ছে", হাঁসখালি প্রসঙ্গে বুদ্ধিজীবীদের তোপ দিলীপের - দিলীপ ঘোষের বুদ্ধিজীবীদের কটাক্ষ
🎬 Watch Now: Feature Video
সকাল সকাল দিলীপ ঘোষ ইকোপার্কে সাংবাদিকদের অযোধ্যা থেকে আনা নকুলদানা বিতরণ করলেন ৷ অনুব্রত মণ্ডলকে খোঁচা দিয়ে তিনি বললেন, "এতদিন যে নকুলদানা খাওয়াত, সে এখন হাসপাতালের ভাত খাচ্ছে ৷ সে দায়িত্বটা তো নিতে হবে ৷" রাজ্যে কোনও ঘটনার প্রতিবাদে বুদ্ধিজীবী মহলকে মোমবাতি নিয়ে মিছিল করতে দেখা গেলেও হাঁসখালি গণধর্ষণের ঘটনায় সে দৃশ্য চোখে পড়েনি (Dilip Ghosh criticizes intellectuals' role over Hanskhali Rape) ৷ এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বুদ্ধিজীবীদের কটাক্ষ করে বলেন, "মোমবাতি কি বাজারে পাওয়া যাচ্ছে না ? মোমবাতি দেখিয়ে ওদের পেট চলত ৷ এখন পেটে এত চর্বি হয়ে গিয়েছে, হাঁটতে অসুবিধে হচ্ছে ৷"