Clash in Digha: দিঘায় বাসকর্মীদের বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ, ধস্তাধস্তির পর আটক অনেকে - দিঘায় বাসকর্মীদের বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
দিঘায় বাসকর্মীদের বিক্ষোভ হঠাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি (Clash between police and bus workers) ৷ দীর্ঘ কয়েকদিন ধরেই এসবিএসটিসি-র বাসকর্মীরা দিঘার ডিপোতে বিক্ষোভ দেখাতে থাকে । যার ফলে হয়রানিতে পড়তে হয় পর্যটক থেকে সাধারণ মানুষকে । পরিবহণ মন্ত্রী বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছিলেন, বাস না চালালে আইনত ব্যবস্থা নেবে প্রশাসন । কিন্তু পরিবহণ শ্রমিকরা অবস্থান-বিক্ষোভে অনড় থাকে । এদিন দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশ যৌথ উদ্যোগে বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। ইতিমধ্যে কয়েকজন বিক্ষোভকারীদের পুলিশ আটক করেছে।