Chandranath Sinha: নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন, পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের কড়া বার্তা মন্ত্রীর - Chandranath Sinha advises to the party workers from 21st July preparation meeting
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15848892-thumbnail-3x2-bolpur.jpg)
"ভোটে যাতে প্রভাব না-পড়ে তার জন্য নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন ।" বীরভূমের ইলামবাজার থেকে রবিবার দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ফের হুঁশিয়ারি দিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ ৷ এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা(Chandranath Sinha advises to the party workers from 21st July preparation meeting)থেকে তিনি বলেন, "ভোট এলেই ছোটাছুটি শুরু হয়ে যায় । 2024 সালে ভোটে আমার যদি জমি প্রস্তুত থাকে তাহলে কোনও সমস্যা হবে না । তাই একসঙ্গে আসুন নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন । এক সঙ্গে থাকুন, আমরাই জিতব।"