Chairman with Broom to Clean Garbage: মুখ্যমন্ত্রীর সভাক্ষেত্রের আবর্জনা পরিষ্কার করতে ঝাড়ু হাতে চেয়ারম্যান - মুখ্যমন্ত্রীর সভাক্ষেত্রের আবর্জনাকে পরিষ্কার করতে ঝাড়ুহাতে নামলেন চেয়ারম্যান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 2, 2022, 8:42 PM IST

দু'দিনের জেলা সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বাঁকুড়ায় বুধবারের জনসভা শেষ হওয়ার পর গন্ধেশ্বরী নদীর চর সংলগ্ন যেখানে সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বিপুল জনসমাগমের জেরে আবর্জনা এবং প্লাস্টিকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল । সেই আবর্জনাকে সাফ করতে সরোজমিনে মাঠে নামলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ (Chairman with Broom to Clean Garbage)। বৃহস্পতিবার সকাল সকাল বাঁকুড়া পৌরসভার তরফ থেকে পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ওই জায়গায় পৌঁছন এবং ঝাড়ু হাতে নেমে পড়েন পরিষ্কার করতে । সমাজকে জঞ্জালমুক্ত রাখাটা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য মনে করিয়ে দিলেন দুই পৌর প্রতিনিধি । গন্ধেশ্বরী নদীর তীরে মুখ্যমন্ত্রী সভাকে ঘিরে সুর চড়িয়েছিলেন বিরোধিরা, যাতে আর কোনও বিতর্ক না হয় তাই হয়তো সর জমিনে নামলেন তাঁরা । এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকল স্তরের মানুষজন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.