Titagarh Bomb Blast: টিটাগড় বাঁশবাগান এলাকায় নমাজের পরেই বোমাবাজি - Titagarh Bombing
🎬 Watch Now: Feature Video
টিটাগড় বাঁশবাগান এলাকায় দিনের বেলায় বোমাবাজি (Titagarh Bomb Blast) । জানা গিয়েছে, রবিবার টিটাগড় থানা সংলগ্ন মসজিদ এলাকায় বকরি ঈদের নমাজের আয়োজন করা হয়েছিল । তা শেষ হওয়ার পরে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে টিটাগড় 4 নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকা । প্রায় সঙ্গে সঙ্গেই কাল্লু নামে এক ব্যক্তিকে বোমাবাজি করার অভিযোগে মারধোর শুরু করে । এরপর স্থানীয় লোকজন আহত কাল্লুকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করে । 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ রেয়াজউদ্দিনের অভিযোগ, এলাকার কিছু দুস্কৃতী ভয় দেখিয়ে এলাকাকে কবজায় আনতে এই চেষ্টা চালাচ্ছে । আমরা পুলিশকে বলেছি দোষীদের খুঁজে শাস্তি দিতে হবে ।