Tribal Community: করম উৎসবে পূর্ণদিবস ছুটির দাবিতে বনধের ডাক আদিবাসী সম্প্রদায়ের - করম পুজো
🎬 Watch Now: Feature Video
আগামী 6 সেপ্টেম্বর জঙ্গল মহলের ঐতিহ্যবাহী উৎসব করম পুজো ৷ সেই উপলক্ষ্যে পূর্ণদিবস সরকারি ছুটির দাবিতে আগামিকাল 3 সেপ্টেম্বর জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরজুড়ে বনধের ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ (Tribal Community in Jangal Mahal)। শনিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। উল্লেখ্য, করম পুজো দিবস উপলক্ষে পূর্ণ ছুটির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে জঙ্গল মহলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলেও তা মানতে নারাজ আদিবাসী কুড়মি সমাজ থেকে শুরু করে পুরুলিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তাই সরকারিভাবে পূর্ণদিবস ছুটির দাবিতে আগামিকাল জঙ্গল মহলের চার জেলায় 12 ঘণ্টা বনধের ডাক (12 Hours Bandh Call from Tribal Community) দেওয়া হয়েছে বলে জানান আদিবাসী কুড়মি সমাজের মুখপাত্র অজিত মাহাতো। যদিও পূর্ণদিবস ছুটির দাবিকে সমর্থন জানালেও বনধের বিষয়টি সমর্থন করছে না শাসক দল তৃণমূল।