বাংলার গরিমা নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় :বাবুল সুপ্রিয় - NRC
🎬 Watch Now: Feature Video
2008 সাল থেকে মতুয়াদের নিয়ে নাগরিকত্বের জন্য আন্দোলন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যখন CAA-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে তখন তার বিরোধিতায় আন্দোলনে নেমেছেন তিনি। 'কা-কা-ছি-ছি' করে বাংলার গরিমা নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ৷ বাবুলের কটাক্ষ, পশ্চিমবঙ্গে এখন কাটমানির রাজনীতি চলছে ৷ তাই নেতারা সাধারণ মানুষের টাকা 'মেরি' বলে নিয়ে নিচ্ছে ৷ তাই 'মেরি' নয়, 'তেরি' ক্রিসমাস ।