Pathar Pratima Baghrol: পাথর প্রতিমায় বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার - পাথর প্রতিমা বাঘরোল
🎬 Watch Now: Feature Video
শুক্রবার সকালে একটি বিরল প্রজাতির বাঘরোল বা বন বিড়াল উদ্ধার করে বনকর্মীরা (Pathar Pratima Baghrol)। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের হেরম্ব গোপালপুর অঞ্চলের পূর্ব সুরেন্দ্রনগর এলাকায় । জানা গিয়েছে, হেরম্ব গোপালপুর অঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী দেখতে পায় চিতাবাঘের মতো এক জন্তু । এরপর গ্রামবাসীরা বন বিড়াল ধরার জন্য খাঁচা পেতে হাঁস-মুরগির টোপ দেয় ৷ পরের দিন সকালে খাঁচায় বন্দি হয় অজানা বাঘরোল ।