Ballavpurer Roopkatha: বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি অনির্বাণের, 'বল্লভপুরের রূপকথা'র ট্রেলার লঞ্চে চাঁদের হাট - বল্লভপুরের রূপকথার ট্রেলার লঞ্চে চাঁদের হাট
🎬 Watch Now: Feature Video
পরিচালক হিসেবে ওটিটি অভিষেকে (মন্দার) শরণাপন্ন হয়েছিলেন কালজয়ী নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ৷ আর বড়পর্দায় ক্যামেরার পিছনে আত্মপ্রকাশে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) বেছে নিয়েছেন বাদল সরকারের জনপ্রিয় নাটক বল্লভপুরের রূপকথা-কে ৷ ছবির নামেও কোনও বদল নেই ৷ পুজোর মরশুমে ছবির ট্রেলার উদ্বোধন ঘিরে চাঁদের হাট শহরের এক অভিজাত মাল্টিপ্লেক্সে (Ballavpurer Roopkatha trailer releases) ৷ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেতা-পরিচালককে প্রথম ছবির জন্য আশীর্বাদ জানিয়ে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালিকা অপর্ণা সেন (Aparna Sen) ৷ কালীপুজোর আবহে মুক্তি পাবে জানা গেলেও ছবি মুক্তির দিনক্ষণ এখনও নিশ্চিত হয়নি ৷ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ৷ চিত্রনাট্য লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং প্রতীক দত্ত ৷
TAGGED:
Ballavpurer Roopkatha