Madhyamik Result 2022 : বাবার কাছে অঙ্ক, বাকি বিষয়ের দায়িত্বে মা ; মাধ্যমিকে তৃতীয় কোলিয়ারি শহরের অনন্যা - মাধ্যমিক পরীক্ষার পশ্চিমবঙ্গের তৃতীয় স্থান রানিগঞ্জের অনন্যা দাশগুপ্ত
🎬 Watch Now: Feature Video
বাবার কাছে অঙ্ক করত ৷ বাকি বিষয়গুলির দায়িত্বে ছিলেন মা ও শিক্ষকরা ৷ তাতেই মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বাসিন্দা অনন্যা দাশগুপ্ত (Madhyamik Result 2022)। তার প্রাপ্ত নম্বর 691 ৷ আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যাণ স্কুলের ছাত্রী অনন্যা । গির্জাপাড়া কেবি সরণি রোডের বাসিন্দা ৷ অনন্যার রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করার খবর মিলতেই শুরু হয় মিষ্টিমুখ ৷ এবারের মাধ্যমে মেয়েদের মধ্যে প্রথম সে । এই সাফল্যের পিছনে পরিবার, স্কুল ও শিক্ষকদের সম্মিলীত প্রয়াস রয়েছে বলে জানিয়েছে অনন্যা ৷
Last Updated : Jun 3, 2022, 1:57 PM IST
TAGGED:
dhyamik Result 2022