Adhir Slams Partha : পার্থ চোর প্রমাণিত হয়েছে, এখন রাজ্যের টাকায় সুপ্রিম কোর্টে যাচ্ছে : অধীর - Adhir Slams Partha
🎬 Watch Now: Feature Video
পার্থ থেকে পরেশ অধিকারী, একাধিক ইস্যুতে শাসকদলকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Slams Partha) ৷ শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক অধীরবাবু বলেন, প্রমাণিত হয়েছে পার্থ চোর । এখন নিজের ব্যর্থতা ঢাকতে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে (Adhir Ranjan Chowdhury criticizes Partha Chatterjee)। রাজ্যের টাকা লুট করে সেই জনগণের টাকাতেই সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে । এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই । মুখ্যমন্ত্রীর উচিত এই সব নেতাদের ঘাড় ধাক্কা দিয়ে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া । আমি মুখ্যমন্ত্রী হলে এইসব লোকেদের গারদে ভরে দিতাম এতক্ষণে ৷"