AMC Election 2022: জামুড়িয়ায় বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - জামুড়িয়ায় বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, খবর পেয়ে বুথে পুলিশ
🎬 Watch Now: Feature Video
আসানসোল পৌরনিগম (AMC Election 2022) এলাকার জামুড়িয়ার 9 নম্বর ওয়ার্ডের বোগড়া রিফিউজি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের 111 নম্বর বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এদিন বেলা গড়াতেই বুথ দখল করে ব্যাপক ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী ও সিপিএম প্রার্থীর নির্বাচনী এজেন্ট পৃথকভাবে বুথ দখলের অভিযোগে সরব হন। পরে খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ গিয়ে বুথের সামনে থাকা জমায়েত হঠিয়ে দেয়। বুথের সামনে পুলিশ বাহিনী মোতায়েন করার পাশাপাশি কুইক রেসপন্স টিম, ওআরটি মোবাইল টিম-সহ অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে। যদিও ওই বুথের প্রিসাইডিং অফিসার ছাপ্পা ভোটের অভিযোগ অস্বীকার করেছেন।
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
AMC Election 2022