Statue of Bhuban Badyakar : কুমোরটুলিতে এবার 'বাদাম কাকু' ! বসল ভুবন বাদ্যকরের মূর্তি - কুমরটুলিতে এবার বাদাম কাকু ভুবন বাদ্যকরের মূর্তি
🎬 Watch Now: Feature Video
নতুন গানের শ্যুটিংয়ে বর্তমানে মুম্বইয়ে রয়েছেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর ৷ কিন্তু কলকাতায় ফিরেই তিনি যাবেন কুমোরটুলিতে ৷ কারণ সেখানে তাঁর মূর্তি তৈরি হয়েছে (Statue of Bhuban Badyakar) ৷ নিজের চোখে সেই মূর্তি দেখতে চান বাদামকাকু ভুবন ৷ মুম্বই থেকে ফোনে ইটিভি ভারতকে নিজেই সেকথা জানিয়েছেন শিল্পী ৷ কুমরটুলিতে দোল পূর্ণিমায় গোপাল পুজো উপলক্ষে বাপি লাহিড়ী, সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্মরণ করতে তাঁদের মূর্তি বসানো হয় । স্বাধীন সঙ্ঘ ক্লাবের উদ্যোগে সেখানেই স্থান পায় বীরভূমের বাদাম বিক্রেতা ও 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকরের মূর্তিও ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমার মত একজন নগণ্য মানুষের মূর্তি কুমোরটুলিতে স্থান পাওয়ায় আমি আপ্লুত ।" মূর্তিটির শিল্পী পরিমল পালের কথায়, "বাদামকাকুর জনপ্রিয়তা এখন গোটা ভারতেই । বাঙালিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন ভুবন বাদ্যকর । সে কারণেই তাঁর মূর্তি তৈরির সিদ্ধান্ত । ভুবন বাদ্যকর একটিবার কুমোরটুলিতে এসে নিজের মূর্তিটি দেখুন, সেটাই চাই"৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST