24 ঘণ্টা কেটে গেলেও উদ্ধার হয়নি অজয়ে তলিয়ে যাওয়া যুবক, প্রতিবাদে অবরোধ - youth drowned in river ajay at kanksa
🎬 Watch Now: Feature Video
কাঁকসার কৃষ্ণপুরে মামার বাড়িতে এসে অজয় নদে তলিয়ে গেল 18 বছরের এক যুবক । প্রায় 24 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও সন্ধান মেলেনি তার। ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতি অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। শিবপুরের অজয় নদের অস্থায়ী ফেরিঘাট অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । যদিও দেখা মেলেনি প্রশাসনের কারওর । যতক্ষণ না পর্যন্ত তলিয়ে যাওয়া যুবকের সন্ধান মিলবে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়রা । অভিযোগ, বুধবার সন্ধে ছ'টা নাগাদ ডুবুরি নামে । আজ সকাল থেকে কারওর দেখা নেই ।