জয়শ্রীরাম না বলায় কান ধরে ওঠ-বোস, গ্রেপ্তার যুবক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 28, 2019, 9:25 PM IST

কান ধরে ওঠ-বোস করিয়ে জোর করে জয়শ্রীরাম বলানো হচ্ছে । বলতে না চাইলে চলছে মারধর । লোকসভা নির্বাচনের পরপরই কোচবিহারের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক বৃদ্ধকে বলছে, "মমতার নাম মুখে আনবি না । জয়শ্রীরাম বল । TMC-র লোকের সঙ্গে কোনও যোগাযোগ থাকলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে । আজ ছেড়ে দেওয়া হল । এরপর কলিজা টেনে ছিঁড়ে দেওয়া হবে।" যদিও পরে বিষয়টি নিয়ে তুফানগঞ্জ থানায় BJP-র তরফে থানায় অভিযোগ দায়ের করা হয় । তাদের দাবি, ভিডিয়োতে যে ব্যক্তিকে কান ধরে ওঠ-বোস করানো হচ্ছে আর যে করাচ্ছে দু'জনেই তৃণমূল কংগ্রেসের । এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে । এরপরই গতরাতে আফুসি আলি নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাকে তুফানগঞ্জ আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেপাজত দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.