যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি - Nabanna Chalo
🎬 Watch Now: Feature Video
যুব মোর্চার নবান্ন অভিযান । সকাল থেকে শহরজুড়ে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ । ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল । BJP কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় । লাঠিচার্জ করে পুলিশ । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । আহত একাধিক BJP নেতা-কর্মী ।