বিজেপির 'পরিবর্তন যাত্রা'-কে 'বাসযাত্রা' বলে কটাক্ষ শোভনদেবের - West Medinipur
🎬 Watch Now: Feature Video
বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের ৷ এদিন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় 132/33 কেভি ক্ষমতাসম্পন্ন ইনসুলেটেড সাব স্টেশনের উদ্বোধনে আসেন তিনি ৷ সেখান থেকেই বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে বলেন, "নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা যে-ই আসুক না কেন সাধারণ মানুষের মনে এর কোনও প্রভাব পড়বে না । দেবতা রথে ওঠেন, মানুষ ওঠেন বাসে ৷ " পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা যতই চেষ্টা করুক না কেন শেষ হাসি হাসবে তৃণমূলই ৷