কিছুক্ষণের মধ্যেই তারাপীঠে "পরিবর্তন যাত্রার" সূচনায় নাড্ডা - বীরভূমের তারাপীঠ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10554629-thumbnail-3x2-brmh.jpg)
আর কিছুক্ষণের মধ্যেই বীরভূমের তারাপীঠে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । আসন্ন বিধানসভা নির্বাচনকে "পাখির চোখ" করে আজ বীরভূম জেলা থেকে শুরু হবে পরিবর্তন যাত্রা । প্রথমে তিনি তারাপীঠ মন্দিরে পুজো দেবেন । তারপর তারাপীঠের চিল্লার মাঠে একটি সভা করবেন । সভা শেষে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি । 13 ফেব্রুয়ারি পর্যন্ত বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে এই রথ । এখান থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি চলে যাবেন ঝাড়গ্রামে । সেখানেও তিনি সভা করার পাশাপাশি পরিবর্তন যাত্রার সূচনা করবেন ।