বাঁকুড়ায় স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ - বাঁকুড়ায় স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10265766-939-10265766-1610798122382.jpg)
বাঁকুড়া জেলায় বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই স্বাস্থ্য জেলার জন্য প্রায় 25 হাজার কোরোনা টিকা জেলায় দেওয়া হয় । বিশাল সংখ্যাক টিকা রক্ষণাগার থেকে কোল্ড চেইনের মাধ্যমে টিকা প্রদান কেন্দ্রগুলিতে পাঠানো হয় । বাঁকুড়া স্বাস্থ্য জেলায় 18 হাজারের কিছু বেশি স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন । বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ক্ষেত্রে এই সংখ্যাটা প্রায় 6 হাজারের কিছু বেশি । আজ বাঁকুড়ায় ১০ টি এবং বিষ্ণুপুরে ৫ টি টিকাকরণ কেন্দ্র করা হয় ।