পুলিশের গান্ধিগিরি - জরিমানা বা আইনানুগ কোনও ব্যবস্থা নয়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10005663-496-10005663-1608897972502.jpg)
বালুরঘাট ট্রাফিক পুলিশের গান্ধিগিরি । জরিমানা বা আইনানুগ কোনও ব্যবস্থা নয়, বড়দিনে হেলমেট না থাকা মোটরবাইক যাত্রীদের হেলমেট পড়া বাধ্যতামূলক করতে অভিনব উদ্যোগ নিল পুলিশ । যাঁরা হেলমেট ছাড়া মোটরবাইকে যাতায়াত করছেন বা চালাচ্ছেন তাদেরকে হেলমেট পরার নির্দেশ দেওয়া হয় । তাদের হাতে চকলেট তুলে দেওয়া হয় ৷