টয়ট্রেন আটকাতেই বরফ খেলায় মাতলেন পর্যটকরা - darjeeling
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5513354-thumbnail-3x2-snow.jpg)
কার্যত বরফের চাদরে ঢাকা পাহাড় ৷ শিলাবৃষ্টির জেরে কার্যত এমনই দৃশ্য নজরে পড়বে, শিলিগুড়ি, কালিম্পংসহ আশপাশের এলাকাগুলিতে ৷ বরফ জমে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তিনধারিয়ার কাছে ৷ পরে বরফ সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয় ৷ তবে খুশি পর্যটকরা ৷ বরফ নিয়ে খেলতেও দেখা গেল অনেককে ৷
Last Updated : Dec 27, 2019, 11:44 PM IST