Covid Protocol Violation : করোনা বিধি উড়িয়ে ভিড় পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে - Latest Omicron Update
🎬 Watch Now: Feature Video
বছরের প্রথম দিনে উপচে পড়া ভিড় দেখা গেল পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে (Purulia Tourist Spots) । করোনা বিধি হেলায় উড়িয়ে দিয়ে বিধি নিষেধর তোয়াক্কা না-করেই চলল দেদার পিকনিক (tourist disobey covid protocol at several area of purulia) । পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, মুর্গুমা, দেউলঘাটা-সহ একাধিক জায়গায় আজ সকাল থেকেই ছিল পর্যটকদের ঠাসা ভিড় । পুরুলিয়া জেলা শুধু নয় আশেপাশের জেলাগুলি ছাড়াও সুদূর কলকাতা থেকে আজ পুরুলিয়ায় ভীড় করেছিলেন পর্যটকরা । মাস্ক ছাড়াই ঘুরেছেন অধিকাংশ (Covid Protocol Violation) ৷