হাথরস ইশুকে সামনে রেখে রাজ্যজুড়ে পথে নামবে শাসকদল - trinamul making hatras as a political toll for 2021 election
🎬 Watch Now: Feature Video
2021-এ নির্বাচন । আর নির্বাচনের আগেই হাথরস ইশুকে সামনে রেখে কার্যত রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস । আজ আসানসোলের অগ্নিকন্যা ভবনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও তাপস বন্দ্যোপাধ্যায় এমনই ইঙ্গিত দিলেন । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, " BJP শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা প্রথম নয় । কিন্তু হাথরসের ঘটনা যাতে প্রকাশ্যে না আসে তার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে । মিডিয়ার ঢোকা নিষিদ্ধ । বিরোধী দলের MP, MLA-দের ঢোকায় নিষেধ । " জিতেন্দ্র তিওয়ারি বলেন, " প্রমাণ হয়েই গেছে BJP দলিত বিরোধী, BJP মহিলা বিরোধী । আমাদের এখন কাজ মানুষের কাছে BJP-র মুখোশটা টেনে ছিঁড়ে ফেলা । BJP-র আসল রূপ মানুষকে দেখানো । তার জন্য আগামী দিনে রাজ্য জুড়েই নানা কর্মসূচি নেবে তৃণমূল । "
TAGGED:
Hathras, TMC, Asansol