যুবতির কোমর ধরে নাচ তৃণমূল পঞ্চায়েত প্রধানের - dancing video of tmc leader goes viral
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5111086-thumbnail-3x2-pradhan.jpg)
হিন্দি গানের তালে যুবতির কোমর ধরে নাচছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত ধনিয়াখালি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান শেখ শফিকুল ইসলাম । ধনিয়াখালির কালীতলার ঘটনা । একটি জন্মদিনের পার্টিতে হিন্দি গানের তালে মেতে উঠেছেন পঞ্চায়েত প্রধান । মঞ্চে উঠে যুবতির কোমর ধরে নাচছেন । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । এই ঘটনায় শেখ শফিকুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন," পাঁচ-ছ'দিন আগে ভাগ্নির জন্মদিনে আমি নেচেছিলাম। আমি কোনও পারিবারিক অনুষ্ঠানে আনন্দ করব না ! আমার নাচে কোনও খারাপ কিছু নেই। ওখানে আমার স্ত্রী ও পরিবারের সকলেই ছিল। এটা নিয়ে কেউ বা কারা ফালতু রটনা করছে ।" প্রসঙ্গত, মাস তিনেক আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শফিকুল ইসলাম । আপাতত পঞ্চায়েত চালাচ্ছেন উপপ্রধান ববিতা সরেন ।