লকডাউন উঠে গেলে তৃণমূল সরকারটাই উঠে যাবে : সায়ন্তন বসু - Malda News
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8330514-thumbnail-3x2-mld.jpeg)
“লকডাউন আছে বলে তৃণমূল সরকার রয়েছে ৷ লকডাউন উঠে গেলে সরকারও উঠে যাবে ৷ আর যাঁরা এর মধ্যে দল ছেড়ে তৃণমূলে ভিড়েছেন তাঁদের নিয়ে এখন কোনও মন্তব্য করা যায় না ৷ তাঁরা এতদিন দলের অ্যাসেট বাড়াননি ৷” দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে আজ এই মন্তব্য করলেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷