তৃণমূল কিছু করতে পারবে না, গোর্খাল্যান্ড প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক - তৃণমূল কিছু করতে পারবে না
🎬 Watch Now: Feature Video
তৃণমূল, BJP, কংগ্রেস কেউই গোর্খাল্যান্ডের জন্য কিছু করতে পারবে না । আজ এই মন্তব্য করলেন জন আন্দোলন পার্টির নেতা ও প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী । তিনি বলেন, "তৃণমূল থেকে কেউ (লোকসভা ভোটে) জিতলেও আলাদা রাজ্যের কথা তুলতে পারত না । কারণ বাংলাকে দেখতে হবে । আর BJP 34 টা আসন জেতার চেষ্টা করছে । তাই দার্জিলিংয়ের কথা তুলে ওরা নিজেদের জায়গা হারাতে চাইবে না । আমি জিতলে অন্তত পার্লামেন্টে এই ইশুটা আলোচনা হত ।"
Last Updated : Nov 4, 2019, 9:46 AM IST