ব্রাহ্মণী নদীতে জলস্তর বেড়ে ভাঙল অস্থায়ী ব্রিজ, বিপাকে 35 গ্রামের মানুষ - birbhum
🎬 Watch Now: Feature Video
গত দুদিনের বৃষ্টিতে ব্রাহ্মণী নদীতে হঠাৎ করে বেড়ে যায় জলস্তর । ডুবে গিয়েছে কজওয়ে । ফলে বীরভূমের নলহাটি থেকে মোড়গ্রাম পর্যন্ত জাতীয় সড়কটির বেহাল অবস্থা । আর তাতেই বিপাকে পড়েছেন এলাকার 35 গ্রামের মানুষ । প্রতিশ্রুতি পেলেও ব্রিজ পায়নি এলাকার মানুষ । জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছে স্থানীয় বাসিন্দারা ।