নারদকাণ্ডে মন্ত্রী-বিধায়কের গ্রেফতারের প্রতিবাদে ধরনায় স্বপন দেবনাথ - Narada scam
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11794560-553-11794560-1621265596486.jpg)
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রকে গ্রেফতারের প্রতিবাদে পূর্বস্থলীর হেমাতপুর মোড়ে ধরনায় বসলেন রাজ্যের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন অস্থায়ী মঞ্চ তৈরি করে দুপুর একটা থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত তিনি ওই মঞ্চে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন," রাজনৈতিক চক্রান্তে তৃণমূলের মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। "চক্রান্তে তৃণমূলের মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। "