সাধারণতন্ত্র দিবসের আগে বাংলা-অসম সীমান্তে জারি কড়া নিরাপত্তা - প্রজাতন্ত্র দিবসে বাংলা-অসম সীমান্তে কড়া নিরাপত্তা জারি
🎬 Watch Now: Feature Video
সাধারণতন্ত্র দিবসের আগে নাশকতা রুখতে তৎপর প্রশাসন । বাংলা-অসম সীমানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । বারোবিশা চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে । সঙ্গে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন রাজ্য পুলিশের জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি আনাপ্পা ই । গতকাল আলিপুরদুয়ারে জেলা পুলিশ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আনাপ্পা ই ।