আগামীকাল যুব মোর্চার নবান্ন অভিযান, কর্মী-সমর্থকদের জন্য থাকছে স্পেশাল মেনু - নবান্ন অভিযানের আগে জোর প্রস্তুতি BJP-র সদর কার্যালয় মুরলীধর সেন লেনে
🎬 Watch Now: Feature Video
নবান্ন অভিযানের আগে জোর প্রস্তুতি চলছে BJP-র সদর কার্যালয়ে । দক্ষিণবঙ্গ থেকে ইতিমধ্যেই BJP-র কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছেন কলকাতায় । 10 হাজার কার্যকর্তার জন্য রয়েছে স্পেশাল মেনু । রয়েছে ভাত, ডাল, বাঁধাকপি, পটল-আলুর তরকারি, গাজরের হালুয়া, চাটনি ও পাপড়।