থিম নয়, এবার অন্যভাবে সেজে উঠেছে সিংহী পার্কের মণ্ডপ - durga Puja 2020
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম সিংহী পার্ক সর্বজনীন । প্রতি বছর কোনও না কোনও মন্দিরের আদলে তৈরি হয় এই পুজোর মণ্ডপ । সেটাই তাঁদের থিম হিসেবে পরিচিত । কিন্তু এবার কোরোনা পরিস্থিতিতে থিম নয় আর্থিকভাবে পিছিয়ে পড়াদের কথা ভেবেছে এই পুজো কমিটি । তাই মাটির কলসি, মাস্ক, খড়ের মতো উপাদানে সেজে উঠেছে তাদের মণ্ডপ । তবে সপ্তমীর বিকেলে সিংহী পার্কের মণ্ডপের ভিতরেই ঢুকে পড়তে দেখা গেল দর্শনার্থীদের । যদিও পরে নিয়ম মেনে বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে দেখা যায় দর্শনার্থীদের ।