"এমন দুষ্ট, অমানবিক সরকার কোথাও নেই", রাজ্য সরকারকে আক্রমণ রাহুলের - BJP নেতা রাহুল সিনহা
🎬 Watch Now: Feature Video
ফের তৃণমূলকে আক্রমণ করলেন BJP নেতা রাহুল সিনহা । হেমতাবাদে বিধায়কের মৃত্যুর পর নদিয়ায় এক দলীয় কার্যকর্তার মৃত্যুর জন্য তৃণমূলকেই দায়ি করলেন তিনি । বাপি ঘোষ নামে ওই ব্যক্তিকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ করেন । অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন তিনি । বলেন, "এমন দুষ্ট, অমানবিক সরকার কোথাও নেই ।"