Diwali 2021 : চিনা আলো নয়, এবারের দীপাবলিতে মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রদীপের কদর - দীপাবলিতে খুশি মৃৎশিল্পীরা
🎬 Watch Now: Feature Video
মৃৎশিল্পীদের আঁতুড়ঘর চালতেবেরিয়ার পালপাড়া ৷ 35 নম্বর জাতীয় সড়কের দু‘ধারে গড়ে উঠেছে মৃৎশিল্পের কারখানা ৷ দীপাবলির আগে এখান থেকে মাটির প্রদীপ, গণেশ-লক্ষ্মীর মূর্তি, জলের পট, মাটির তৈরি ঘর সাজাবার সরঞ্জাম ট্রাকে ভরে প্রতিদিন পাড়ি দিচ্ছে ভিনরাজ্যে ৷ যাচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, বিহারে ৷ গতবছর করোনার কারণে ব্যবসা মার খেয়েছিল ৷ তবে এবছরের দীপাবলিতে মুখে হাসি ফুটেছে পালপাড়ার শিল্পীদের ৷