হাইকোর্ট আইনকে রক্ষা করেছে : পার্থ - পার্থ চট্টোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11938916-157-11938916-1622260374919.jpg)
ইতিমধ্যেই চার হেভিওয়েট নেতা শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন ৷ এবিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা ৷ তিনি বলেন, "হাইকোর্ট আইনকে রক্ষা করেছে ৷ আইনসভাকে রক্ষা করেছে ৷ মানুষ যে আশা ভরসা নিয়ে হাইকোর্টের কাছে যায়, আপাতদৃষ্টিতে আমার মনে হয়েছে মানুষের ভরসা করবার একটা জায়গা আছে ৷"