কল্যাণী এইমস হাসপাতালে চালু হচ্ছে বহির্বিভাগ পরিষেবা - নদিয়া
🎬 Watch Now: Feature Video
চলতি মাসের শেষেই চালু হতে চলেছে কল্যাণী এইমস হাসপাতালের বহির্বিভাগ ৷ প্রাথমিকভাবে চালু হবে মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনো অ্যান্ড অবস্টেট্রিক্স সহ আরও পাঁচটি বিভাগ ৷ 2016 সালে প্রায় 180 একর জমির উপর শুরু হয় কল্যাণী হাসপাতাল তৈরির কাজ ৷ লকডাউনের জেরে কিছুটা থমকে যায় নির্মাণকাজ ৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি মাসের শেষের দিকেই প্রাথমিকভাবে হাসপাতালের বহির্বিভাগ পরিষেবা শুরু হবে ৷ কল্যাণী এইমস হাসপাতালের চিকিৎসক সুকান্ত সরকার বলেন,"জেলার মানুষকে আর বাইরে গিয়ে চিকিৎসা করতে হবে না ৷ মাল্টি স্পোশালিটি চিকিৎসা পরিষেবা পাবে সাধারণ মানুষ৷"