নেতাজি ইন্ডোরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপেক্ষিত বিরোধীরা - oppositon of narendra modi
🎬 Watch Now: Feature Video
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পেলেন না বিরোধীদল বাম এবং কংগ্রেস দলের নেতৃত্ব। এটাই রাজ্যের দস্তুর ছিল এক সময়, এখন তা কেন্দ্রীয় সরকারও অক্ষরে অক্ষরে পালন করছে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। নরেন্দ্র মোদি বেলুড় মঠ এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবতীয় মিথ্যা তথ্য পরিবেশন করেছেন বলে জানালেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার মত সময় তার নেই। কলকাতা বন্দরের নামকরণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার কথা মোদি বলায়, ক্ষোভপ্রকাশ সুজন চক্রবর্তীর। ''সমগ্র দেশটায় গৈরিকীকরণের অপচেষ্টা নরেন্দ্র মোদির। দেশের মানুষ নরেন্দ্র মোদির এই চেষ্টা আটকাবে'', মন্তব্য করেছেন সুজন চক্রবর্তী। সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কীভাবে দেশের প্রধানমন্ত্রী এমন ঘোষণা করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন, নরেন্দ্র মোদি মিথ্যাচার করছেন দেশ এবং রাজ্যের মানুষের সঙ্গে। কোনওভাবেই কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হবে না। বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যের বিরোধী দলের দুই নেতা আবদুল মান্নান এবং সুজন চক্রবর্তী জানিয়েছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে ৷