তৃণমূলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর ভাইপো থাকবে, বাকি সব এদিকে : অনুপম - Anupam Hazra in Birbhum
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9922300-thumbnail-3x2-top.jpg)
বোলপুর ডাকবাংলো মাঠে গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধিকরণ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা । বলেন, "বীরভূমের একজন মন্ত্রী সদ্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন । কথাবার্তা চলছে । সময় এলেই জানতে পারবেন। বীরভূম খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে । এটুকু গ্যারান্টি দিতে পারি । এই মূহূর্তে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সবাই বেসুরো । তৃণমূলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর ভাইপো থাকবে । বাকি সব এদিকে ।" তিনি আরও বলেন, "এই ডাকবাংলো মাঠে একাধিকবার তৃণমূল বিভিন্ন জনসভা করেছে । তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদযাত্রার আগে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হল ।"