হাওড়ায় কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে মিছিল, মানা হল না দূরত্ববিধি - কেন্দ্রের আর্থিক বঞ্চনা বিরোধিতা করল হাওড়ার তৃণমূল কংগ্রেস
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8722444-thumbnail-3x2-wb-arup.jpg)
"কেন্দ্রীয় সরকার GST-র ক্ষতিপূরণ সহ রাজ্যের প্রাপ্য 54 হাজার কোটি টাকা ফেরত দিচ্ছে না ৷ কোরোনা পরিস্থিতিতে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র ৷ তারই প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি ৷" বললেন তৃণমূল নেতা অরূপ রায় ৷ আজ শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল হয় ৷ সেখানেই মানা হয়নি সামাজিক দূরত্ববিধি ।