সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে পালসিটায় অবরোধ আদিবাসীদের - palsit rail blockade
🎬 Watch Now: Feature Video
সারনা ধর্ম কোড লাগু করার দাবিতে পালসিটে বর্ধমান-হাওড়া মেন লাইনে অবরোধ করেন আদিবাসীরা । রেল পুলিশ অবরোধ তুলে দিলে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা । তাঁদের একটাই দাবি, আদিবাসীরা না হিন্দু, না মুসলিম, না খ্রীস্টান । তাদের ধর্ম সারনা ধর্ম ।