Shahid Samman Yatra : তালিবানি শাসন চলছে, শহিদ সম্মান যাত্রায় পুলিশি বাধায় মন্তব্য সুভাষ সরকারের - police stop Subhas Sarkar
🎬 Watch Now: Feature Video
বিজেপির শহিদ সম্মান যাত্রা আটকে দেওয়ার অভিযোগ ৷ রানিবাঁধ বিধানসভার হলুদকানালীতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকারের পথ আটকে দেওয়া হয় বলে অভিযোগ । এরপরই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন । উল্লেখ্য, গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে খুন হন বিজেপির অজিত মুর্মু । সেই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় । সেই বিজেপি কর্মী অজিত মুর্মুর বাড়ি পুনশা গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন সাংসদ । তার মাঝেই হলুদকানালী গ্রামে পুলিশ তাঁদের পথ আটকে দেয় বলে অভিযোগ । প্রতিবাদে গাড়ি থেকে রাস্তায় বসে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার সহ বিজেপি কর্মীরা । রাজ্যের আইন শৃঙ্খলাকে তালিবানি শাসনের সঙ্গেও তুলনা করেন সুভাষ সরকার ৷