দিদির দেওয়া শাড়ি এবার পুজোয় প্রথম উপহার মিমির - Jadavpur loksabha
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4613827-thumbnail-3x2-mimi.jpg)
সাংসদ হিসেবে আজ প্রথম পুজোর উদ্বোধনে মিমি চক্রবর্তী ৷ নিজের লোকসভা কেন্দ্র যাদবপুরের প্রতিটি বিধানসভায় একটি করে পুজোর উদ্বোধন করবেন তিনি ৷ গ্রিনপার্ক সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনে গিয়ে তিনি বলেন, এবার পুজোয় তাঁর প্রথম গিফট দিদি মমতা ব্যানার্জির দেওয়া শাড়ি ৷ গ্রিনপার্ক সর্বজনীনের পুজোর এবার 60 তম বর্ষ ৷ থিম রুদ্রাণী ৷ দেখুন ভিডিয়ো...
TAGGED:
Jadavpur loksabha