Book Fair cancel : কোভিডের বাড়বাড়ন্তে বাতিল মেজিয়া বইমেলা

By

Published : Jan 8, 2022, 2:17 PM IST

thumbnail
রাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ, ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা 18 হাজার ছাড়িয়েছে ৷ বাঁকুড়া জেলার চিত্রটাও বেশ উদ্বেগের ৷ বছরের শুরুতে জেলাতে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল মাত্র তিরিশের ঘরে, কিন্তু গত কয়েকদিনে তা তিন থেকে চার গুণ বেড়ে গিয়েছে ৷ এই অবস্থায় সবরকম জনসমাগম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন । এবার বাঁকুড়া জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী তাদের একাদশতম বইমেলা বাতিল বলে ঘোষণা করল মেজিয়া বইমেলা কমিটি (Organizing Committee cancel Mejia Book Fair due to Covid ) ৷ রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মেজিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী 17 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত এই বইমেলা হবার কথা ছিল । প্রস্তুতিও চলছিল জোর কদমে ৷ কিন্তু বাঁশের কাঠামোতে কাপড় বাঁধা আপাতত বন্ধ, কারণ বাধ সেধেছে করোনা । মেজিয়া বইমেলার কার্যকরী সম্পাদক রবিলোচন গোপ বলেন, "যদি সব কিছু স্বাভাবিক হয়, তাহলে আমরা বইমেলার করার সিদ্ধান্ত নেব ৷ তারিখ এবং সময় পরে জানিয়ে দেওয়া হবে ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.