যাদবপুরে বাবুলকে উদ্ধারে রাজ্যপালের যাওয়াটা নাটক : সেলিম - Jadavpur incident
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4513371-thumbnail-3x2-selimjpg.jpg)
যাদবপুরে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে রাজ্যপালের যাওয়াকে নাটক বলে কটাক্ষ করলেন মহম্মদ সেলিম। তিনি বলেন, "ওখানে বাবুল সুপ্রিয় সেদিন নাটক করছিল। তাকে নিয়ে আরও নাটক করেছেন রাজ্যপাল ৷ বাবুল সুপ্রিয় বলেছে ওখানে গান করতে গিয়েছিলেন ৷ একজন শিল্পী বাদ্যযন্ত্র ছাড়াই গান করতে গিয়েছেন? এই ধরনের নাটক আগে করত মমতা ব্যানার্জি ৷ বলত CPI(M) আক্রমণ করেছে ৷ এই নাটক করলে ভেবেছে মুখ্যমন্ত্রী হওয়া যায় ৷ আমি সেদিন পড়ুয়াদের দেওয়া ভিডিয়ো গুলি টুইট করেছিলাম, কারণ মিডিয়া একপেশে নিউজ পরিবেশন করছিল ৷ ভিন্নমতও যে আছে, সেটাকে প্রতিষ্ঠিত করতে ভিডিয়ো টুইট করেছি ।" দেখুন ভিডিয়ো..