কেন্দ্র-রাজ্যের নীতির বিরুদ্ধে বাম-কংগ্রেসের বিক্ষোভ - Farm Act
🎬 Watch Now: Feature Video
কৃষি আইন, শ্রমিক আইন সহ কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন নীতির প্রতিবাদে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বাম ও কংগ্রেস । দুনম্বর জাতীয় সড়কে কুলটি চৌরঙ্গী মোড়ে সকাল 11 টা থেকে বেলা 12 টা পর্যন্ত অবরোধ চলে । কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, পশ্চিম বর্ধমান জেলায় কুলটি চৌরঙ্গী মোড়, রানিসায়ের মোড় ও বাঁশকোপা সহ তিনটি জায়গায় জাতীয় 1 ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি হয়েছে । কেন্দ্র রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে কুড়ি দফা দাবিতে তাঁদের এই প্রতিবাদ ।