Armed Rescued: ভাঙড় থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার 4 - south 24 pgs
🎬 Watch Now: Feature Video
পুজোর দিনগুলি নিরাপদ ও নির্বিঘ্নে কাটানোর জন্য বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। পুলিশের উদ্যোগে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন জায়গায় চলছে পুলিশি অভিযান। পুজোর আগে ভাঙড়ের বড়ালি গ্রাম থেকে এক দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ বড়ালি গ্রামে ইয়াসিন আখঞ্জি নামক এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। তল্লাশি অভিযান চালানোর সময় 60 রাউন্ড কার্তুজ এবং 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইয়াসিন আখঞ্জি-সহ মোট চারজনকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বারুইপুর পুলিশ।