Khela hobe dibas in Tripura : ত্রিপুরায় 'খেলা হবে' দিবসে ফুটবল নিয়ে মাতলেন প্রসূনরা - tmc
🎬 Watch Now: Feature Video
আজ তৃণমূলের 'খেলা হবে দিবস'। আগেই এই কর্মসূচির কথা সরকারি ভাবে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগান তোলা হয়েছিল তৃণমূলের তরফে ৷ ক্ষমতায় এসে দেশজুড়ে 16 অগস্ট 'খেলা দিবস' পালনের কথা জানিয়েছিলেন মমতা ৷ আজ বাংলা, ত্রিপুরা সহ মোট 15টি রাজ্যে পালন করা হচ্ছে এই কর্মসূচি ৷ এদিন ত্রিপুরার আগরতলায় খেলা হবে দিবস পালনের জন্য ঘাসফুল শিবিরের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী ফুটবল খেলায় যোগ দিলেন ৷
Last Updated : Aug 16, 2021, 3:36 PM IST