"বহুত চামচাবাজি হয়েছে", পুলিশকে চোখরাঙানি জিতেন্দ্রর - Jitendra Tiwary
🎬 Watch Now: Feature Video
বুধবার দুর্গাপুরের 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । তারপর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি । দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ গৌতম তালুকদারকে তিনি বলেন, "এখনই চলুন, আপনি করবেন কি না করবেন না ! না দেখাদেখি নয় । দেখাদেখির কোনও বিষয় নেই । এখনই শুরু করুন । চলুন । চলুন । বহুত চামচাবাজি হয়েছে । চলুন এখনই । এখনই হবে । এখন না হলে BJP-র সব অফিসে এখনই ভাঙচুর করব । " দেখুন ভিডিয়ো...
Last Updated : May 31, 2019, 4:55 PM IST