"ডাম্পারের বেশিরভাগ পাথর আমাদের মারুতির উপর এসে পড়ে" - জলপাইগুড়ির পুলিশ সুপার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 20, 2021, 2:14 PM IST

গতরাতে ময়নাগুড়ি-ধুপগুড়িগামী জাতীয় সড়কে বোল্ডারবাহী লরির সঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষে 14 জনের মৃত্যু হয়েছে । আহত 17 জন । দুর্ঘটনায় আহত ব্যক্তির কথায়, "হঠাৎ দেখি একটা ডাম্পার ধাক্কা দিতে দিতে আসছে । একসঙ্গে সব গাড়ি এসে পালটে গেল । ডাম্পারে পাথর ছিল । ডাম্পারের বেশিরভাগ পাথর আমাদের মারুতির উপর এসে পড়ে । " এদিকে জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ঘটনা সম্বন্ধে জানান, তিনটি গাড়ি ভুল দিক থেকে আসছিল । কুয়াশা থাকায় এই দুর্ঘটনা বলে অনুমান । প্রথম গাড়ি ট্রাকে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায় । ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে উলটে যায় । বাকি দুটো গাড়ি গতিতে থাকায় এসে ধাক্কা মারে । তিনি এও জানান, মৃতদের শনাক্ত করা গেছে । তাঁদের বেশিরভাগই ময়নাগুড়ির বাসিন্দা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.